Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের ঐতিহাসিক ক্ষমা

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের ঐতিহাসিক ক্ষমা

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের ঐতিহাসিক ক্ষমা

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ১,৪৯৯ জন অপরাধীর সাজা মওকুফ এবং ৩৯ জনকে ক্ষমা করার রেকর্ড করেছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক অপরাধীকে ক্ষমা করার রেকর্ড হয়ে দাঁড়িয়েছে।

বাইডেন বলেন, “আজ আমি প্রায় ১,৫০০ জনেরও বেশি কয়েদির সাজা মওকুফ এবং ৩৯ জনকে ক্ষমা করেছি। যারা ক্ষমা পেয়েছেন, তারা দীর্ঘকাল ধরে কারাগারে ছিলেন এবং বিশেষ শর্তের অধীনে কারাগারের বাইরে থাকার সুযোগ পেয়েছেন। এই শর্তে পরিবার এবং সমাজের সঙ্গে সম্প্রীতিমূলক সম্পর্ক বজায় রাখতে হয়।” তিনি আরও বলেন, “যাদের সাজা মওকুফ করা হয়েছে, তারা সকলেই করোনা মহামারির সময়ে গ্রেফতার হয়েছিলেন।”

বাইডেনের এই সিদ্ধান্ত পূর্ববর্তী রেকর্ডটি ছাড়িয়ে দিয়েছে যা ২০১৭ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ঘটে ছিল। ওবামা বিদায় গ্রহণের আগে একদিনে ৩৩০ জন অপরাধীকে ক্ষমা করেছিলেন। বাইডেনের ক্ষমার এই উদ্যোগ যুক্তরাষ্ট্রে কারাবন্দির সংখ্যা এবং অপরাধীদের পুনর্বাসনের জন্য প্রাসঙ্গিক আলোচনা তৈরি করেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert